
নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ।
প্রয়াত জনপ্রিয় সঙ্গীত তারকা আইয়ুব বাচ্চুর নামে চট্টগ্রামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রােম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
আজ শনিবার বিকালে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আইয়ূব বাচ্চুর নামাজে জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র নাছির হাজার হাজার মানুষের উপস্থিতিতে এ ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল রবিববার চসিকের সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনের একটি হলের নাম শিল্পী আইয়ুব বাচ্চুর নামে রাখার প্রস্তাব জানান মেয়র। তিনি বলেন,মুসলিম ইনস্টিটিউটের সংস্কার কাজ শেষে ‘মুসলিম’ শব্দটি অক্ষুন্ন রেখে পুরো হল অথবা এর কোনো একটি অংশ আইয়ুব বাচ্চুর নামে করার প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হবে।
গত বৃহস্পতিবার সকাল রাজধানী ঢাকায় নিজ বাসভবনে হ্নদক্রিয়া বন্ধ হয়ে শিল্পী আইয়ুব বাচ্চু মৃত্যুবরণ করেন।
ঢাকায় তৃতীয় দফা জানাজা শেষে শনিবার সকালে বিমান যোগে তাঁর মরদেহ চট্টগ্রামে আনা হয়। বিকালে বাদ আসর ৪.৩৮ মিনিটে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে শেষ জানাজা সম্পন্ন করে চৈতন্যগলির বাইশ মহল্লা কবরাস্থালে তাকে দাফন করা হয়েছে।
নিউজ ডেস্ক:অজানা বাংলাদেশ। আল ওমায়ের।