প্রাণঘাতী করোনা ভাইরাসে যখন পুরো দেশ সংক্রমনের গ্রাস করে রেখেছে। তখন আজ মঙ্গলবার ২৮ জুলাই চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফ এর চাউল বিতরণ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে কার্ড এবং টাকা প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক মুখে মাস্ক পরিধান সহ সারিবদ্ধ ভাবে শারীরিক দুরত্ব বজায় রেখে কার্ডধারীদের মাঝে এই সব সামগ্রী বিতরণ করা হয়। আজ মঙ্গলবার অত্র ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম উপস্থিতে দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফ এর চাউল বিতরণ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে কার্ড এবং টাকা বিতরণ করেন এবং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান, সচিব সহ ইউনিয়নের ইউপি সদস্যরা।