
হাসান আহমদ, ছাতক::
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ছাতক-দোয়ারাবাজার উপজেলা তথা দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি, লন্ডন টাওয়ার হ্যামলেন্টসের সাবেক কাউন্সিলার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মআহব্বায়ক ও রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ উল আজহা বিশ্ব মুসলিমদের জন্য অন্যতম ধর্মীয় উৎসব।
ঈদ উল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি দেবো। সেই সাথে আমাদের যেন খেয়াল থাকে কুরবানির হক থেকে কোন গরীব বঞ্চিত না হয়। ঈদ উদযাপন হোক ধনি গরীব সবার।তিনি আরো বলেন, বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাসের মহামারী চলায় আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি ঈদ উল আজহা উপলক্ষে এই প্রানঘাতি মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন।