ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে ডাক্তার মঈন উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। করোনায় দেশের প্রথম শহীদ ডাক্তার মঈন উদ্দিনের স্মৃতি ধরে রাখতে এ পাঠাগারের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ হল রুমে উদ্বোধন পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম ফজলুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্মৃতি সংসদের উপদেষ্ঠা ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন,
স্মৃতি সংসদের উপদেষ্ঠা, সিলেট ল’ কলেজের সাবেক এজিএস ফজরুল হক এনাম, স্মৃতি সংসদের সহ-সভাপতি, ছাতক প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আলী, যুগ্ম সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ও সাইম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহেল রহমান, দপ্তর সম্পাদক মাস্টার আবদুল ওয়াহিদ, পাঠাগার সম্পাদক মাস্টার এনামুল ইসলাম পলাশ, সমাজ কল্যাণ সম্পাদক রফিকুর রহমান। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন স্মৃতি সংসদের সহ-পাঠাগার সম্পাদক মাওলানা খালেদ আহমদ। পরে ফিতা কেটে অানুষ্ঠানিক ভাবে শহীদ ডাক্তার মঈন উদ্দিন স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির।