নিজস্ব প্রতিনিধি। অজানা বাংলাদেশ
রুবেল|সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বৃহস্পতিবার দুপুরে রহমতপুর ইউনিয়নের দলই পাড়া এলাকার হাদী বাড়ীর হোসেন সওদাগরের বসত ঘরে সন্দ্বীপ থানা পুলিশ অস্ত্রের কারখানার সন্ধান পায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে শীর্ষ সন্ত্রাসী মনির প্রকাশ কালা মনিরের সহযোগী সন্ত্রাসী সাইফুল ইসলাম (৩০), মনিরের স্ত্রী প্রিয়ামণি আক্তার পান্না (২২) ও মনিরের বোন শামীমা আক্তার তারা (২০) পিতা-হোসেন সওদাগর কে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশী অভিযানের প্রস্তুতি আঁচ করতে পেরে আগেই সটকে পরে শীর্ষ সন্ত্রাসী কালামনির। পলাতক কালামনির রহমতপুর ৫নং ওয়ার্ডের হাদী বাড়ীর মৃত হোসেন সওদাগর প্রকাশ লেইংগা হোসেনের পালিত পুত্র।
উদ্ধার অভিযানে থাকা সন্দ্বীপ থানার এসআই জাহিদ হোসেন এ প্রতিবেদককে বলেন, কালামনিরের বাড়ী থেকে সন্দ্বীপ থানা অফিসার ও পুলিশের সহায়তায় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও স্থানীয়ভাবে তৈরি ৯টি পাইপগান, ৫টি এলজি, ১টি দোনলা বন্দুক ও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সন্দ্বীপ থানার ওসি মোঃ শাহজাহান পিপিএম (বার) জানান, মামলার প্রস্তুতি চলছে।