
নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ
ঈশাত জামান মুন্না|লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
লারমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই বাদল কুমার ও তার টিম আজ ২৫/১০/১৮ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চন্দ্রপুর চাপারহাট এলাকা হতে ৬০০ গ্রাম গাঁজা সহ জিআর ৩৬/১৮ (মাদক মামলার) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মহসীন আলী (৩৫), পিতা-মৃত হেলাল উদ্দীন,গ্রাম চন্দ্রপুর, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট কে গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান গোপন সংবাদ এর ভিত্তিতে গভীররাতে চাপারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে আটক করেছেন এসআই বাদল কুমার মন্ডল ও তার টিম।আটককৃত মাদক ব্যবসায়ীর নামে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।