
ঈশাত জামান মুন্না|লালমনিরহাট জেলা প্রতিনিধি:
২৫ অক্টোবর দিবাগত রাত ১০ ঘটিকায় কালীগঞ্জ উপজেলাধীন কালভৈরব দলগ্রাম রোডে মালভর্তী ট্রাক খাদে পড়ে দূর্ঘটনার শিকার হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ননায় জানা যায় বাঁশের কাঠি ভর্তি ট্রাকটি দইখাওয়া হতে চুয়াডাঙ্গা অভিমুখে যাত্রা করে পথিমধ্যে কালভৈরব বাজার অতিক্রম করাকালে বড়ধরনের গর্তে পড়ে ট্রাকটি সম্পুর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।ট্রাকটির উপরে থাকা দুজন শ্রমিক জীবন বাচানোর তাগিদে লাফ দিয়ে নিচে নামে,অন্যদিকে ট্রাকএর ড্রাইভার ও ট্রাকথেকে বের হতে সক্ষম হয় কিন্তু ট্রাকের নিচে পড়ে যায় হেলপার বেলাল হোসেন (২২) মানিকগন্জ,।প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে গিয়ে ট্রাক এর নিচে পরা হেলপারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কালীগঞ্জ মেডিকেল এ ভর্তি করায়,তার একটা পা ভেঙ্গে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন,তাকে পরিক্ষা নিরিক্ষা করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন কালীগঞ্জ মেডিকেল এর জরুরী বিভাগের চিকিৎসক,বর্তমানে তিনি সুস্থ আছেন,সেখানে প্রাথমিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।