
অনলাইন ডেস্ক । অজানা বাংলাদেশ
চট্টগ্রামের কাজীর দেউড়ি মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রেন্টর সমাবেশ শুরু হয়েছিল। আজ শনিবার দুপুর দেড়টা থেকে সমাবেশ শুরু হয়। সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়।
এছাড়া ঐক্যের সকল জাতীয় নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। তারা সেখানে ৭ দফার দাবি জানান। তাছাড়া ড: কামাল বলেছেন ৭ দফা না মানলে ভবিষ্যতে বিচার করা হবে ,আজকে জনগণ ৭ দফার পক্ষে হাত উঠিয়ে গণরায় দিয়েছে। সিলেটের জনসভায় একই গণরায় দিয়েছে জনগণ বলেছেন কামাল।
সমাবেশে নেতাকর্মীর অবস্থান। ছবি:বাহাউদ্দিন
এদিকে ঐক্যফ্রন্টের সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে ছিলো। জলকামানের গাড়ি সমাবেশের মঞ্চের পিছনে প্রস্তুত রাখা হয়েছিল। সমাবেশের কারণে কাজীর দেউড়ি থেকে লাভ লেইন মোড় পর্যন্ত এক লাইনে যান চলাচল বন্ধ ছিলো।
সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।