
লক্ষীপুর জেলা যুব লীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দীন টিপুর ব্যক্তিগত উদ্যোগে লক্ষ্মীপুরে পরিবহণ কর্ম বিরতি প্রত্যাহার করছে শ্রমিকরা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
রবিন হোসেন তাসকিন
বাংলাদেশ সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার কর্ম বিরতি প্রত্যাহার করেছে লক্ষ্মীপুরের শ্রমিকরা। ফলে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। রোববার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা বাস মালিক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর ব্যক্তিগত উদ্যোগে জনসাধারণের ভোগান্তি দূর করতে এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন বলে শ্রমিক ও যাত্রীগগণ অভিমত ব্যক্ত করেন।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সালাহ উদ্দীন টিপুর উদ্যোগের পর দুপুরর থেকে সড়কে সিএনজি, লেগুনাসহ ছোট ছোট যানবাহন চলাচল শুরু করে।
এ কে এম সালাহ উদ্দিন টিপু উনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, লক্ষ্মীপুর জেলার সকল সড়কে গাড়ী চলবে। এছাড়াও এ নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের সঠিকভাবে দায়িত্ব পালন করার কথাও উল্লেখ করেন তিনি।
সিএনজি শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সবু চৌধুরী জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরে শান্তিপূর্ণভাবে পরিবহণ শ্রমিকরা কর্ম বিরতি পালন করেছে। তবে জেলা বাস মালিক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু’র নির্দেশে দুপুর ২টায় এ কর্ম বিরতি প্রত্যাহার করা হয়। জেলা বাস মালিক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সালাহ্ উদ্দিন টিপু বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সময় লক্ষ্মীপুরে আন্দোলন করে পরিবহণ ও শ্রমিকদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা হয় নি। সেক্ষেত্রে পরিবহণ শ্রমিক কর্মবিরতি পালন করে সাধারণ মানুষদের ভোগান্তীতে ফেলা অযৌক্তিক। তাই এ৷ কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহারের পর থেকে ঢাকা টু লক্ষ্মীপুর সড়কসহ জেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এতে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। উল্লেখ্য, এ কে এম সালাহ্ উদ্দিন টিপু জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।