নিয়ামুর রশিদ শিহাব, (পটুয়াখালী)
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে আজ
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ হাত ধোয়া দিবস পালিত হয়েছে বাংলাদেশের পটুয়াখালীতে
গলাচিপা উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবের সম্মুখে র্যালি ও হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সুহৃদ সালেহীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ প্রমূখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।