
আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার জেলা নবীনগরে ঋণের চাপে গলায় ফাঁস লাগিয়ে মো. বাছির মিয়া(৫২) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছে। সে উপজেলার মহেশপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ।
গত সোমবার রাতে নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, অভাব অনটনের সংসারে বিভিন্ন এনজিও ও গ্রামের মহাজনদের কাছ থেকে উচ্চ সুদের ঋণ নিয়েছিলো বাছির। সেই ঋণের টাকা সময় মত পরিশোধ করতে না পারায় পাওনাদারেরা তাকে চাপ সৃষ্টি করে।এতে তিনি হতাশ হয়ে সোমবার গভীর রাতে আত্মহত্যা করে।
শিবপুর ফাড়ির ইনচার্জ ইহসানুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে একটি অপ মৃত্যু মামলা হয়েছে।