জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার এলাকায় যৌতুক মামলায় শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার।এর সূত্র ধরে জানা যায়,বলারদিয়ার গ্রামের আব্দুল ছামাদ মিয়ার ছেলে আলতাফ হোসেন (৩০)বাড়ি থেকে চলে যান। তার পর থেকে বাড়ীতে যোগাযোগ রাখেনি আলতাপ হোসেন। গত মঙ্গলবার রাতে আব্দুস ছামাদের বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যান পুলিশ। পরে ছামাদ মিয়া ও তার স্ত্রী হালিমাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়ার পর ছামাদ মিয়া জানতে পারেন তার ছেলের গোপনে বিয়ে করা পুত্রবধূ মেঘনা আক্তারের যৌতুক মামলা করা আসামি তারা।ছামাদ মিয়া জানান,ছেলে বেঁচে আছে কি’না তাও জানি না। অথচ ছেলে গোপনে বিয়ে করেছে সেটাও জানলাম আজ।আলতাফ হোসেনর স্ত্রী মেঘলা খাতুন বাদী হয়ে (৩০/৯/২০২০) তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল কুমিল্লা (স্মারক নং- ৫৩২) যৌতুক মামলা দায়ের করেন। পরে ১৩ অক্টোবর তাদেরকে গেপ্তার করেন।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এসআই ফরহাদ হোসেন জানান, যৌতুক মামলায় আব্দুস ছামাদ ও হালিমা বেগমকে বুধবার (১৪ অক্টোবর) জেলহাজতে প্রেরন করা হয়।
মোঃলিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :