
ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীনও মিল্লাত, ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে ব্রেলী (রহ.) এর ১০২ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওরশে আ’লা হযরতে বক্তারা বলেন, শত বছর আগে ভরতবর্ষসহ বিশ্বের যে কোন প্রান্তে ইসলাম বিদ্বেষী ও বিকৃতকারীদের বিরুদ্ধে সরকারে আ’লা হযরত কুরআন সুন্নাহর আলোকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছিলেন। তাঁর লিখনীর জবাব আজ পর্যন্ত কেউ খন্ডাতে পারেনি, কেয়ামত পর্যন্ত পারবেনা। দুশমনে রাসূলের বিরুদ্ধে তিনি ছিলেন সদায় সোচ্ছার।
ইসলামের নানান বিষয়ে তাঁর পান্ডিত্ত গোটা বিশ্বে আজ স্বীকৃত। আজ পুরো বিশ্বে আ’লা হযরতকে নিয়ে গবেষণা চলছে। তাঁর উপর পিএইচডি হচ্ছে । বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক দিক নিদের্শনা মানতে হলে আ’লা হযরতের দর্শন ছাড়া বর্তমান যুগে অন্যকোন বিকল্প নেই। হাদায়েক্বে বখ্শিশ পাঠক ফোরাম এর ব্যবস্থাপনায় ১৪ অক্টোবর বুধবার বিকালে ষোলশহরস্থ আলমগীর খানকাহ্ শরীফে ওরশে আ’লা হযরতে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ মুহাম্মদ মহসীন। উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী আলহাজ¦ মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন আন্জুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান,
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারী, প্রধান ফকিহ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ মাওলানা ড. আ ত ম লিয়াকত আলী, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল্লামা মুরশেদুল হক, অধ্যক্ষ আল্লামা ড. সরওয়ার উদ্দীন, ড.আব্দুল হালিম, আল্লামা ইলিয়াছ আলকাদেরী, মাওলানা করিম উদ্দিন নূরী, আল্লামা জালাল উদ্দিন আযহারী, মাওলানা হাফেজ ওসমান গণি আলকাদেরী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা ইউনুচ রেজভী,
আল্লামা আব্দুল গফুর খাঁন, মাওলানা ড. আল্লামা জিয়াউল হক রেজভী, মাওলানা হামেদ রেযা নঈমী, মাওলানা সাইফুদ্দীন খালেদ আযহারী। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিস রেজভী এবং মুহাম্মদ আব্দুল কাদের জাওয়াদের যৌথ স ালনায় স্বাগত বক্তব্য রাখেন হাদায়েক্বে বখ্শিশ পাঠক ফোরামের সভাপতি ও জামেয়া মহিলা মাদরাসার প্রভাষক মাওলানা আ.ন.ম ছাইফুল্লাহ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা ইব্রাহীম, মাওলানা সেকান্দর হোসাইন কাদেরী, মাওলানা ইকবাল হোসাইন কাদেরী, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা সাইফুল করিম নাঈম, মাওলানা জয়নুল আবেদীন কাদেরী,
মাওলানা রাশেদুল ইসলাম কাদেরী, মাওলানা শিহাব উদ্দিন রেযা, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা শাহ্জালাল প্রমুখ। ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ আব্দুল করিম, হাফেজ আতিকুর রহমান, মুহাম্মদ আসাদুজ্জামান, মুহাম্মদ মাসুম প্রমুখ। পরে বিশ্বের মুসলিম উম্মাহর উন্নতি ও শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।