মোঃ জুুয়েল রানা,(চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার মসজিদ প্রাঙ্গনে বাদ আছর থেকে আরম্ভ হয়ে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দ্বীন ও ইসলামী বয়ান রাখেন, শাজুলীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলি। এসময় বিশেষ বক্তা হিসেবে ইসলামী আলোকপাত করেন, মোহাম্মদপুর দক্ষিন পিসিকালচার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শামছুদ্দিন কাশেমী।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম দেওয়ানের সভাপতিত্বে এসময় মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ শাহ আলম ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সোহাগ।
এসময় ওলামায়ে কেরামগনের উদ্দশ্যে বয়ান রাখেন শহীদনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ ইদ্রিস মজুমদার, পালাখাল পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফ্তি হাফেজ জমির উদ্দিন সাহেব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিবসহ ওলামায়ে কেরামগন, সহশ্রাধিক মুসল্লিবৃন্দ।