
ঈশাত জামান মুন্না,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট ৪ জাতীয় নেতাকে ১৯৭৫ সালের এই দিনে জেলের মধ্যে নির্মমভাবে হত্যা করে কতিপয় দেশদ্রোহী সৈনিক,জেলহত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ পরিবার গভীরভাবে শোকাহত।
কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ জেলহত্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে,জাতীয় পতাকা ও দলীয়পতাকা উত্তলনের মধ্যে দিয়ে কর্মসুচী শুরু হয়,র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবজ্জামান আহমেদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক বাবু বিজয় কুমার,সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপ্লব,কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক রেফাজ রাঙ্গা,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সভাপতি হারুনঅর রশিদ,কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জামাল হোসেন খোকন,এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,আলোচনা সভা শেষে র্যালী বের হয়ে কালীগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ের সামনে এসে শেষ হয়।