
মাহমুদুল হাসান: ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা তৃতীয় দফা নির্বাচনে প্রতিদন্ধী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।সোমবার (১১ জানুয়ারি) ভূঞাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ২১ হাজার ৭শ ২৯ জন ভোটারে মধ্যে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১জন, সাধারণ (কাউন্সিলর) পদে ৩০জন ভোট যুদ্ধে অবতির্ণ হচ্ছেন।এরা হলেন মেয়র পদে আ‘লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র, উপজেলা আ‘লীগের সভাপতি মো. মাসুদুল হক মাসুদ,
বিএনপি থেকে ধানের শীষ নিয়ে পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও স্বতন্ত্র (আ‘লীগ বিদ্রোহী) প্রার্থী মো. আব্দুস ছাত্তার জগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন।প্রতীক বরাদ্ধের সময় উপস্থিত ছিলেন রির্টানিং অফিসার ও ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা।সকাল থেকে প্রার্থীরা মিছিল নিয়ে উপজেলা কমপ্লেক্সের সামনে আসে এবং তাদের পছন্দের প্রতীক পেয়ে আবার উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে স্ব-স্ব এলাকায় চলে যায়।