
রিপন মারমা কাপ্তাই(রাঙ্গামাটি)
রাঙ্গামাটি কাপ্তাইয়ে সার্কেল পুলিশের ব্যারাকে অগ্নিকাণ্ডের ২ টি বাড়ি পুড়ে ছাই।এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরোও৩টি বাড়ি ভষ্মিভূত হয় সোমবার(১১ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় সার্কেল পুলিশের ব্যারাকে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,রাঙ্গামাটি কাপ্তাইয়ে সার্কেল পুলিশে ব্যারাকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ব্যারাকে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হওয়ায় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৪০ মিনিটে পর যৌথ ভাবে আগুন নিভানো জন্য চেষ্টা চালিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা মিলে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় আগুনে পার্শ্ববর্তী আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল আনসারি জানান,, আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।