চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় নামছেন দেশের খ্যাতনামা চলচ্চিত্র শিল্পীরা।আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় অংশ নেবেন তারা। গতকাল শনিবার (২৩ জানুয়ারি) আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।প্রচারণায় থাকছেন- চলচ্চিত্র তারকা রিয়াজ, ফেরদৌস, দিলারা জামান, শমী কায়সার, অরুণা বিশ্বাস, তারিন, তানভীর সুইটি, অপু বিশ্বাস, মীর সাব্বির, বাঁধন, বিজরী, সায়মন সিকদার, মাহিয়া মাহি এবং রোকেয়া প্রাচী প্রমুখ।
দুপুর ১টায় তারা নিউমার্কেট মোড়, কাজীর দেউরী হয়ে বিকেল ৩ টায় ইস্পাহানী-জিইসি মোড়, ২ নং রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করবেন।পরদিন ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টায় নগরীর অলংকার মোড় থেকে শুরু করে টাইগারপাস-দেওয়ান হাট-বাদামতলী মোড় হয়ে ফকিরহাট-সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিলমিল বাজার-এয়ারপোর্টে গিয়ে শেষ হবে।