
রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি কাপ্তাইয়ের ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও কাপ্তাই থানা পুলিশ পৃথক-পৃথকভাবে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন করেন। রবিবার সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।পরবর্তীতে এ প্রথম নতুুন ভাবে সাড়াদেশের ন্যায় বিকাল সাড়ে তিনটায় কাপ্তাই থানা এলাকায় ওসি তদন্ত আতিকুল ইসলামের সঞ্চালনায় কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীনের সভাপতিত্বে ৭ মার্চ তাৎপর্য নিয়ে এক বর্নাঢ্য সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুুুষ্ঠানে ও প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব,চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ,কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরেন।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।