
হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তায় নিজের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর আগে বুধবার সন্ধ্যার দিকে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে পড়ে গিয়ে আহত হন তিনি। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে, তার আহত হওয়ার ঘটনায় রাজ্য ও জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে ‘হুড়োহুড়িতে’ পড়ে গিয়ে আহত হন মমতা। বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পান তিনি।
তার পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান পাশের কাঁধেও চোট লেগেছে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।ভোটের প্রচারণায় বুধবার নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় ‘হুড়োহুড়িতে’ পড়ে গিয়ে আহত হন তিনি। বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পান মমতা। তার পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান পাশের কাঁধেও চোট লেগেছে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।এদিকে, বৃহস্পতিবার হাসপাতালের বিছানা থেকেই এক ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রত্যেককে শান্তিপূর্ণ ও সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’তিনি তার আঘাতের কথা উল্লেখ করে বলেছেন তাকে হয়তো আগামী কয়েকদিন হুইলচেয়ারে কাটানো লাগতে পারে। তিনি বলেন, ‘এটা সত্যি যে আমি আমার হাত এবং পায়ে ব্যথা পেয়েছি।
আমার কাঁধেও ব্যথা পেয়েছি।’বর্তমানে তিনি কলকাতায় আছেন এবং তার চিকিৎসা চলছে বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমি আগামী দু’তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে ফিরব। আমার পায়ের চোটের জন্য হয়তো কিছুদিন ভুগতে হবে তবে আমি সেটা মানিয়ে নিতে পারব। এই আঘাতের জন্য আমার কোনো কাজ থেমে থাকবে না। আমি হুইলচেয়ারে করেই চলাফেরা করব। এজন্য আমার আপনাদের সহযোগিতা প্রয়োজন।’