
সাতগড় উত্তর পাড়া শাহ্ আতাউল্লাহ আদর্শ ঐক্য সংঘের উদ্যোগে আগামী ১৯ মার্চ লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় গ্রামে ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত ক্বেরাত সম্মেলনে প্রধান আকর্ষণ হিসাবে উপাস্হিত থাকবেন বাংলাদেশের বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ও ক্বেরাতের পথ প্রদর্শক বাংলাদেশের প্রধান বিচারক আন্তর্জাতিক ও বাংলাদেশের শ্রেষ্টক্বারী শায়েখ ক্বারি আহমদ বিন ইউসুফ আল আজাহারী।
বিশেষ আকর্ষন ক্বারি রিফাত বিন আবদুল রশীদ।সম্মেলনে সভাপতিত্ব করবেন ক্বারি মাওলানা মুহাম্মদ রবিউল্লাহ।উক্ত ক্বেরাত সম্মেলনে ইসলাম প্রিয় মুসলিম ভাইদের উপস্হিতি একান্তভাবে কাম্য।