স্টাফ রিপোর্টার ।।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি আজ শুক্রবার (৯ নভেম্বর) তাঁর নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলায় নির্বাচনী গণসংযোগে আসছেন।
এদিকে আইনমন্ত্রীর এ আগমনে আখাউড়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে, এমনটি আশা করছেন স্থানীয় ছাত্রলীগের কিছু নেতা ও কর্মী।
দলীয় সূত্রে জানা গেছে, আইনমন্ত্রী এক দিনের সফরে তাঁর নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় নির্বাচনী গণসংযোগ করবেন। তিনি কসবা ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করবেন।
শুক্রবার সকালে মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে তিনি আসবেন এবং সন্ধ্যায় মহানগর গোধূলি ট্রেনে ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে তার।