
চট্টগ্রাম নগরীর গরীবউল্লা শাহ মাজারে দোয়া ও মিলাদ মাহফিলপরিচালনা করেন ইমাম মাওলানা হাফেজ মোঃ নেছার উদ্দিন ও গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত সুমন ভট্টাচার্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ ,নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু ,সিরাজুল ইসলাম, মোঃ আলী চৌধুরী, খুরশীদ হাসান, কামরুল আলম ,ইকবাল মোরশেদ, সাইফুদ্দিন বাবলু , যীশু নাথ,এস এম মনসুর টিটু,
আমিনুল হক চৌধুরী, আব্দুল নুর,এম কে আলম বাসেদ ,এস এম আব্বাস উদ্দিন,নান্টু চৌধুরী , কার্তিক রঞ্জন শীল,মোহাম্মদ সাইফুদ্দিন, মামুন বাদশা, রুবেল শীল, মোঃ রাসেল, মোঃ নাদিম, মোঃ নওশাদ, আব্দুস সবুর, মোঃ ফয়সাল, মোঃ পারভেজ, সজল দাস, বিপ্লব দাস, বিমল দাস, পলাশ দাশ, মোঃ নয়ন, মোঃইমন,সুজন সর্ববিদ্যা , ইমন সহ প্রমূখ।