
আফগানিস্তানে পরিবারের ৪ জন খুন, আতঙ্কে অভিনেত্রী আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। এ পরিপ্রেক্ষিতে দেশটিতে বিরাজ করছে আতঙ্ক। অনেক নাগরিকই তাদের জীবন ও ভবিষ্যত নিয়ে শঙ্কিত। বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষেরা নানা আতঙ্কে দিন কাটাচ্ছেন।এমন অনেকেই আছেন যারা নিজেরা দেশের বাইরে রয়েছেন বা নানা দেশের নাগরিক হিসেবে বাইরে থাকেন। তারাও আফগানিস্তানে থাকা পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগে রয়েছেন।সেই তালিকায় আছেন পাকিস্তানি অভিনেত্রী মালিশা হিনা খান।
এরইমধ্যে তালেবানের হাতে প্রাণ হারালেন তার পরিবারের ৪ সদস্য। এই শোকের খবর নিজেই টুইটারে শেয়ার করেছেন অভিনেত্রী মালিশা।পাকিস্তানি অভিনেত্রী মলিশা হিনা খান টুইটে লেখেন, ‘আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিল তাদের গাড়ি। জ্যান্ত অবস্থায় পুড়ে মারা গেছেন তারা। আমার ভাগ্য ভাল যে আমি ভারতে আছি।আফগানিস্তানে পরিবারের ৪ জন খুন, আতঙ্কে অভিনেত্রী ’টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন মালিশা।
মালিশা আরও জানান, ‘আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে আছে।এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না তারা।’২০১৮ সালে এক পাক গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক ছড়িয়ে ছিল পাকিস্তানে।এই গায়িকাকে সমর্থন জানিয়ে ছিলেন অভিনেত্রী মালিশা। তারপর থেকে মালিশাকে নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। সেই সময় থেকে বারবার খবরের শিরোনাম উঠে আসেন এই অভিনেত্রী।আফগানিস্তানে পরিবারের ৪ জন খুন, আতঙ্কে অভিনেত্রী