
৬’শ ৪০গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১ ঝিনাইদহে পাচারের সময় ৬’শ ৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ ফয়সাল আহমেদ নামের জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফয়সাল আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামের সহিদ উল্লাহ’র ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এসময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী সাথী এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাসী চালানো হয়।৬’শ ৪০গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১ তল্লাসীকালে সন্দেহ হলে ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা ৬’শ ৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। চুয়াডাঙ্গা থেকে এই স্বর্ণালংকার ঢাকায় পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।
আরো পড়ুন
এবার ঘুষ ছাড়াই বয়স্ক-বিধবা ভাতার কার্ড হবে ঘরে বসে নিজেই অনলাইনে আবেদন করুন। বয়স্ক-বিধবা ভাতার কার্ড শতভাগ নিশ্চিত করনের কাজ চলছে। যেহেতু সরকারীভাবে সকল বৈধ আবেদনকারী ভাতাভোগী হবেন, সে সুযোগে কিছু পাতিনেতা, গ্রাম্য মোড়ল- মাতব্বর হাফ ছেড়ে বাঁচলেন। পূর্বে গ্রহণ করা ২/ ৫ হাজার টাকা আর ফেরত দেয়া লাগলোনা।
কিন্তু দুঃখজনক সত্য যে, পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে এখনো টাকা গ্রহণ বন্ধ হয়নি কারন, শতভাগ ভাতা হচ্ছে নিশ্চিত জেনেই এবার টাকা গ্রহণ সহজ হয়েছে। তবে দালালদের খপ্পর থেকে দূরে থাকতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস থেকে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে। গ্রাম এলাকা, হাটবাজার, মসজিদ- মন্দির সর্বত্র প্রচার হয়েছে সরকারি নিয়মবিধি। তবুও থামছেনা দালালদের দৌরাত্ম।