
একটি সামাজিক পদ্ধতি ও সুনির্দিষ্ট কাঠামোর ভিতর অন্তর্ভুক্ত হওয়াকেই সংগঠন বলে চট্টগ্রাম রেঞ্জের এ.এস.পি সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন- সামজিক সংগঠন হলো, যা কতিপয় ব্যক্তি বিশেষের সমন্বয়ে ঐক্যের ভিত্তিতে সমাজের নিরাপত্তা, শান্তি, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদিসহ এলাকার সার্বিক উন্নয়ন কল্পে কাজ করার লক্ষ্যে গঠিত হয়।
অর্থাৎ পারস্পরিক স্বার্থে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি সামাজিক পদ্ধতি ও সুনির্দিষ্ট কাঠামোর ভিতর অন্তর্ভুক্ত হওয়াকেই সংগঠন বলে।একটি আদর্শ সামাজিক সংগঠন স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ফলশ্রুতিতে সার্বিক সামাজিক উন্নয়ন হয়, এমনকি সামাজিক শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। তবে তার জন্য প্রয়োজন সঠিক লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা।
একটি আদর্শ সংগঠন কাঠামো গড়ে তুলতে হলে কিছু বৈশিষ্ট্য থাকা একান্ত প্রয়োজন। সামাজিক পদ্ধতি: প্রতিটি মানুষ যেমন একটি সামাজিক পদ্ধতির সঙ্গে জড়িত, তেমনি একটি সংগঠনও অপর একটি সংগঠনের সাথে সামাজিকভাবে জড়িত।একটি সামাজিক পদ্ধতি ও সুনির্দিষ্ট কাঠামোর ভিতর অন্তর্ভুক্ত হওয়াকেই সংগঠন বলে তবে বিভিন্ন সংগঠনের কাজ ভিন্ন রকমের হয়ে থাকে। অনেক সময় আবার একটা সংগঠন অন্য একটি সংগঠনের পরিপূরক হয়ে থাকে। সে ক্ষেত্রে একটি সংগঠন অন্য সংগঠনের জন্য সামাজিক দ্বায়িত্ব পালন করে।
তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। নগরীর ৭নং ওয়ার্ড পশ্চিম ষোলশহরস্থ মোহাম্মদপুর (ইউনিট-৩) ল্যান্ড এন্ড ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সংগঠনের প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সেলিম উদ্দিন রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সাইফুল আলম, সাইফুল ইসলাম,
মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাপ্পী। আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য মো. জসিম, মো. হোসেন, হাজী মো. মোছলেম উদ্দিন, জয়নাল আবেদিন, মো. সেলিম, মো. রাশেদ উদ্দিন, হাজী ইলিয়াছ, মঈনুল ইসলাম, মফিজুল হক চৌধুরী, মো. আরফাত চৌধুরী বাবর, দিবাকর বড়–য়া, হারুনুর রশিদ, মো. আলমগীর, মো. সাইফুদ্দিন, জসিম উদ্দিন, মো. সেলিম, সত্যজিৎ বড়–য়া রপু প্রমুখ।