শাফাত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের পুনরায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৯ নভেম্বর বিকাল পাঁচটার দিকে এই ফলাফল প্রকাশিত হয়। এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে ১৬১৮১ জন শিক্ষার্থী এবং উত্তীর্ণ হয় ৯৮৮৬ জন শিক্ষার্থী। পাসের হার ৬১.১ ভাগ।
গত ১৬ নভেম্বর, শুক্রবার, এই ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় গৃহীত হয়। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে কোনো হল ভাড়া করে গৃহীত হয়নি পরীক্ষা। ক্যাম্পাসের মধ্যেই ১৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এই ইউনিটের অধীনে ১৬১৫ টি আসনে জায়গা করে নিতে পুনরায় পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে ১১৫২টি আসন বিজ্ঞান, ৪১০ আসন ব্যবসায় শিক্ষা এবং ৫৩ টি আসন মানবিক বিভাগের জন্য বরাদ্দ।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ঘ ইউনিটের প্রথম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সুযোগ দেয়া হয় পুনরায় পরীক্ষায় অংশগ্রহন করার। তবে প্রথম ভর্তি পরীক্ষায় ১৮৪৬৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্য থেকে ১৬১৮১ জন পুনঃভর্তি পরীক্ষায় অংশ নেয়।
২০-২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট admission.eis.du.ac.bd এ সাবজেক্ট পছন্দের তালিকা পূরণ করা যাবে। আগামী ৩ ডিসেম্বর এই ওয়েবসাইটে ভর্তির মনোনয়ন এবং সাবজেক্ট প্রদান করা হবে। কোটায় আবেদনকারীদের ২০-২৭ নভেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্রকাশিত হওয়া ঘ ইউনিটের প্রথম ভর্তি পরীক্ষার ফলাফল ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল ঘোষণা করা হয়। গণমাধ্যম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাপে বিশ্ববিদ্যালয় প্রসাশন ঐ পরীক্ষায় উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, প্রথম ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা থেকে বিতর্কিতভাবে প্রথম হওয়া জিহাদ হাসান আকাশ এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করেননি।