লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বিশেষ কৌশলে রাখা ৩ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এর নেতৃত্বে এসআই মোঃ মইনুল ইসলাম ও তার সঙ্গীয় অফিসার ফোর্স গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে রাখা ০৩ কেজি গাঁজা উদ্ধার মোঃ রাশেদুল ইসলাম (২৫), পিতা-মোঃ জব্দার আলী ,গ্রাম- ধনীগাগলা (বাউকচাটারী), থানা- নাগেশ্বরী, জেলা-কুঁড়িগ্রাম কে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহফুজ আলম জানান গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভিতরে রাখা গাঁজাসহ আসামীকে আটক করা হয়েছে।