মাহমুদুল হাসান:
টাঙ্গাইলে মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব হয়েছে।এ উৎসব উদ্যোগ ও আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।টাঙ্গাইল স্টেডিয়ামে বালক এবং বালিকাদের দৌড়, বল নিক্ষেপ, হাঁটা প্রতিযোগিতাসহ ৬টি ইভেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম। টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু।
টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সবার জন্য উন্মুক্ত ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।