ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বিশাল বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্দ্যেগে গোবিন্দগঞ্জ পয়েন্টে উদযাপন কমিটির সভাপতি মাওঃ কাজী আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রমদানুল হকের পরিচালনায় অসুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ( সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান)।
অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার,
সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারন সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান তাজুল, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রাজন,গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবুল ফজল মোঃ ত্বোহা,
দশঘর দাখিল মাদরাসার সুপার মাওঃ মোশাহিদ আলী,সুফিনগর দাখিল মাদরাসার সুপার মাওঃ আব্দুস সালাম,নতুন বাজার ধারন দাখিল মাদরাসার সুপার মাওঃ আবু তাইয়্যব সামছুর নুর, সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক তোফায়েল আহমদ মিনার, সহ-অফিস সম্পাদক ইয়াহউল ইসলাম সুজাদ।
অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন-ছাতক উত্তর উপজেলা আল ইসলাহ সভাপতি এম.এ মতিন,
ছাতক উত্তর উপজেলা তালামীযের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারন সম্পাদক আলী আহমদ নাঈম, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সাধারন সম্পাদক হাসান আহমদ,
ছাতক উত্তর উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, শাহজালাল শ্রমিক কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক খছরু মিয়া,
গোবিন্দগঞ্জ আঞ্চলিক তালামীযের সাধারন সম্পাদক আহবাব হোসেন সানি,হাফিজ আসিক উদ্দীন, ফারুক সরকুম, আহমেদ ফেরদাউস রাজু, রেদওয়ান সহ প্রমুখ।