চট্টগ্রাম-(সন্দ্বীপ) ৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মনোনয়ন পেলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও এনপিপি’র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান। এনপিপি’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু মনোনয়নপত্রে স্বাক্ষর করে নির্বাচন কমিশনকে দলীয় প্রতীক আম বরাদ্দের অনুরোধও জানিয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী মুকতাদের আজাদ স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। পড়ালেখা শেষে তিনি সন্দ্বীপে একটি কলেজে অধ্যাপনার পাশাপাশি সৃজনশীলকর্মে প্রত্যক্ষভাবে যুক্ত হন।
সন্দ্বীপে শিক্ষার গুণগত মানোন্নয়নে তাঁর উদ্যোগে ২০১৩ সাল থেকে চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপে মেধাবৃত্তি প্রতিযোগিতা-৫ম শ্রেণি, ২০১৪ সাল থেকে চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা-৪র্থ শ্রেণি ও ২০১৫ সাল থেকে চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা-৩য় শ্রেণি চালু রয়েছে।
২০১৭ সালে সংঘটিত গুপ্তচরা ঘাট ট্রাজেডিতে একমাত্র তিনিই চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে নিহতদের জনপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। প্রসঙ্গত, গুপ্তচরা ঘাট ট্রাজেডিতে লাল বোর্ড উল্টে ১৮ জনের প্রাণহাণি ঘটনা ঘটেছিল।
দেশ বিদেশে বহু আলোচিত সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন এনাম নাহার হাই স্কুল মোড় থেকে ২০১৬ সালে মানববন্ধনের মাধ্যমে তিনিই সূচনা করেছিলেন। পরবর্তীতে উক্ত আন্দোলনে অনেকেই সম্পৃক্ত হন।
তাঁর বড় ভাই লায়ন আলহাজ অ্যাডভোকেট সলিমুল্লাহ‘র উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় তাদের পিতার নামে ১৯৯১ সালে মুছাপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিবারের এই কাজে মুকতাদের আজাদ খাঁন ছিলেন নিবেদিত প্রাণ। প্রসঙ্গত: বিদ্যালয়টি ২০১৮ সালে ও ফলাফল বিবেচনায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সন্দ্বীপ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক পুরস্কৃত হয়।
গণমানুষের বন্ধু ও সৃজনশীল উদ্যোক্তা অধ্যক্ষ মুকতাদের খাঁন বলেন, তিনি বিজয়ের বিষয়ে আশাবাদী। তিনি আরো বলেন- নির্বাচিত হলে সামাজিক বন্ধন দৃঢ়করণ, উৎপাদনমুখী অঞ্চল হিসেবে গড়ে তোলা, কৃষি ভিত্তিক সমবায় সমিতি চালু, পিপলস্ কমিউনিটি গঠন ও প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় কলেজ মাদরাসায় পরিবেশগত উন্নয়নে মনযোগ দিবেন। এলাকাবাসি মুকতাদের আজাদ খাঁনকে চাই দলের কাছ থেকে মনোনয়ন পাওয়ায় এলাকা বাসি আন্তরিক ভাবে কাজ করবেন বলে জানান মুকতাদের আজাদ খাঁন নির্বাচনে জয়ের বেপারে আসাবাদি