গাড়ির পিছনে লিখা থাকে সময়ের চেয়ে জীবনের মুল্য বেশী, দেখে শুনে রাস্তা পার হোন। কিন্তু এই জীবনের মুল্য সময়ের কাছে বারংবার হেরে যাচ্ছে।
ইচ্ছে করে মানুষ জীবনের মুল্যকে সময়ের কাছে হারাচ্ছে। কারন সবাই ভুক্তভোগী।
প্রচুর যানজট সেখানে অফিস করতে যাওয়া মানুষটি বস কে কেন দেরি হয়েছে ঐটা কৈফিয়ত দেয়ার ভয়ে তাড়াহুড়া করতে করতে ভুলে যায় সময়ের চেয়ে জীবনের মুল্য বেশি সেই কথাটি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কে কেনো দেরি হয়েছে? আর দেরি হলেতো ক্লাসে প্রবেশ করা যাবেনা, কৈফিয়তে যদি সত্য কথাটি বলা হয় তাও রক্ষা নাই, তখন বলে রাস্তায় জ্যাম থাকবে নতুন কথা বল! এসব কিছুর ভয়ে সেই শিক্ষার্থী ভুলে যায় সময়ের চেয়ে জীবনের মুল্য বেশি।
প্রতিটি মানুষ প্রতিদিন সকালে একধরনের মানসিক চাপে থাকে আর সেই চাপটি হলো কৈফিয়ত চাপ।
আমি মনে করি সড়কে বেশিরভাগ দুর্ঘটনা এই তাড়াহুড়ার জন্য হয়, এই কৈফিয়ত নামক মানসিক চাপের জন্য হয়।
জানি এতো কিছু লিখেও কিচ্ছু হবেনা আমরা ভুক্তভোগী, ভুক্তভোগী থেকে যাবো! তাও আমাদের বলতে হবে সময়ের চেয়ে জীবনের মুল্য বেশি।
অনলাইন এক্টিভিস্ট, শিক্ষার্থী, ব্লগার।