বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারসহ আত্মীয় স্বজনের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস-২০২২” জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে অদ্য ১৫ই আগস্ট ‘২০২২ইং রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারসহ আত্মীয় স্বজনের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস”।
পালন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা চট্টগ্রাম প্রেসক্লাব ইন্জিনিয়ার আব্দুল খালেক হলরুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি স্বপন কান্তি বিশ্বাস ও কোতোয়ালী থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম জেলার সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু, চট্টগ্রাম মহানগর ১৪ দলীয় জোটের নেতা ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিথুল দাস গুপ্ত ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির প্রখ্যাত শ্রমিক নেতা মোক্তার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের গবেষক জনাব ডি কে দাস মামুন, পতেঙ্গা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল ইসলাম, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন মৌলানা হাফেজ আবদুল খালেক,।
সভায় চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের সিনিয়র নের্তৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচার্রী লীগের সভাপতি বিমান বড়ুয়া, চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির সাবেক সভাপতি আশীষ চৌধুরী, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু আহামদ, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ওসমান গণি,।
বাংলাদেশ অটোরিকশা (সিএনজি) অটোটেম্পু শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ কালিম শেখ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের জনপ্রিয় শ্রমিকনেতা ইকবাল হোসেন দুলাল,।
বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জাবেদুল আলম জাবেদ, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, ডিজিটাল বাংলাদেশ আন্তর্জাতিক পাবলিসিটি কাউন্সিলের সভাপতি স ম জিয়া, আন্তর্জাতিক ডিজিটাল বাংলাদেশ মানবাধিকার সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাসান মুরাদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সহ-সভাপতি গোলাম আকবর ও উপদেষ্টা জামাল উদ্দিন।
চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুদ্দীন, হালিশহর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ,জাতীয় শ্রমিকলীগ সাগরিকা শিল্পাঞ্চলের সভাপতি মোহাম্মদ ইউসুফ মোল্লা ও সাধারণ সম্পাদক যীশু দাস, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের মহিলা নেত্রী ডলী রাণী শীল, জাকিয়া বেগম, রোকেয়া বেগম, আয়েশা বেগম মৌসুমী চৌধুরী, তাহেরা বেগম, বানু আক্তার, বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব, হুমায়ুন কবির, আবদুল হালিম আদু, মোহাম্মদ নাসিম, আক্তার উদ্দিন, মোহাম্মদ আবু সায়েম মোহাম্মদ রুবেল প্রমূখ নের্তৃবৃন্দ।