মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের কৌশলগত কারনে প্রতিটি আসনে রাখা হয়েছে দুইজন করে প্রার্থী।মোট ৮টি আসনের মধ্যে ৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।শুধু টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে চুরান্ত পার্থী দেয়া হয়নি।যারা চুরান্ত হয়েছেন তারা হল:
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ি) ফকির মাহবুব আনাম স্বপন, সরকার শহীদ।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সুলতান সালাউদ্দিন টুকু, শামছুল আলম তোফা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মাইনুল ইসলাম, লুৎফর রহমান খান আজাদ টাঙ্গাইল-৪ (কালিহাতী) লুৎফর রহমান মতিন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম
টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) মেজর জেনারেল (অব) মাহমুদুল হাসান, ছাইদুল হক ছাদুটাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, নুর মোহাম্মদ খানটাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাইদুল ইসলাম খানটা ঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসন এখনো ঘোষনা করা হয়নি। এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী দেয়া হবে বলে জানা গেছে।