
স্টাফ রিপোর্টার।।
চেক জালিয়াতির মামলায় ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানির সুনামগঞ্জ জেলার সার্ভিস সেলের ইনচার্জ ও কোম্পানির সিনিয়র সহকারি ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোঃ তৌহিদ হোসেন বাবু জেলহাজতে আছেন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) অফিস স্টাফ ও অবলিখন অফিসার মোঃ আজগর মিয়া এ ঘটনা নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গা জেলায় চার লাখ পাঁচ হাজার টাকার একটি চেক জালিয়াতির মামলায় তৌহিদ হোসেন বাবু চারদিন আগে পুলিশের হাতে গ্রেফতার হন। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে আছেন। বিষয়টি আপোষ-নিস্পত্তির চেস্টা চলছে। দু’এক দিনের মধ্যে তার জামিন হওয়ার সম্ভাবনা আছে।
এদিকে সুনামগঞ্জ জেলার কোম্পানিটির একাধিক বীমা কর্মকর্তা জানান, তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে এখানে আলোচিত বেড়িবাঁধ নির্মাণের অনিয়মের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের দায়ের করা দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ আছে। এই বিতর্কিত কর্মকর্তার জন্যে এখানে ডায়মন্ড লাইফের অপূরনীয় ক্ষতি হচ্ছে।