সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের সরাইল উপজেলা সভাপতি বাবু দুলাল চন্দ্র সূত্রধরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলার চুন্টা গ্রামের মোঃ মোবারক হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে সোমবার (৩ডিসেম্বর) সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি এন্টি) করা হয়েছে। যার নম্বর-১২৬, তারিখ ০৩/১২/১৮ইং। জিডি’র বাদী দুলাল চন্দ্র সূত্রধর উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূত্রধরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, দুলাল সূত্রধর তার ফেসবুক আইডিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে নিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টে সোমবার (০৩ডিসেম্বর) সন্ধ্যা ৭.২২টায় মোবারক হোসেন তার আইডি’র মাধ্যমে কমেন্টস করেন “দুলাল তুমি ভাল হয়ে যাও। সময় তোমার জন্য অপেক্ষা আছে। অনেক খারাপ কাজ করতেছ। তা সময় বলে দিবে”। পরে ফেসবুকে এ কমেন্টস সম্পর্কে মোবারক হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি দুলাল সূত্রধরকে অশালীন ভাষায় প্রাণনাশের হুমকি দেন।
এ ব্যাপারে দুলাল চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি নিয়ে আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। থানায় জিডি এন্ট্রি করেছি।
বিষয়টি জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোঃ মোবারক হোসেন বলেন, দুলাল চন্দ্র সূত্রধরকে আমি হুমকি দিতে যাবো কেন। সে বিভিন্ন পোস্ট আমার পোস্টে ট্যাক করে। তাই আমি তার প্রতি একটু রাগ করেছি, অন্যকিছু নই।