
ঈশাত জামান মুন্না,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে দশ (১০) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল ও তার টিম ০৩/১২/১৮ তারিখ কালীগঞ্জ থানার বুড়িরহাট এলাকা হইতে দশ (১০) বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী হাতিবান্ধা থানার দক্ষিণ জাওরানী গ্রামের আব্দুল হেলিম মন্ডল এর পুত্র রনি মিয়া ওরফে জজ মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরো জানান আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনএ মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।