
শাফাত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট বিশিষ্ট আলোকচিত্রী ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের মরদেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প স্তবক অর্পনের অনুষ্ঠানটি আয়োজন করে। এসময় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ফিনিক্স ফটোগ্রাফার সোসাইটি, প্রথম আলো পরিবার, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, আর্কিটেকচার এলুমনি এসোসিয়েশান অব বুয়েট সহ অনেক সংগঠন তার নিথর দেহের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়াও ব্যক্তিগত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য প্রশাসন ড. মুহাম্মাদ সামাদ, চলচ্চিত্রকার হায়দার রিজভী, স্থপতি ও নৃত্য শিল্পি তামান্না রহমান সহ প্রমূখ ব্যক্তিবর্গ পুষ্প স্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসির উদ্দিন ইউসুফ বলেন, আনোয়ার হোসেন ফটোগ্রাফিতে এক অনন্য পুরুষ ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যার ইতিহাস ও যুদ্ধের নৃশংসতার ইতিহাস তার আলোকচিত্রে তিনি যেভাবে তুলে ধরেছেন তা সম্ভবত আর কারো আলোকচিত্রের মাঝে ফুটে উঠেনি। সমন্নিত সাংস্কৃতিক জুটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, তিনি ছিলেন ফটোগ্রাফিতে এক অনন্য পুরুষ। তিনি মুক্তিযোদ্ধাও ছিলেন।
তিনি তার আলোকচিত্রের মাধ্যমে এদেশে স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরেছেন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি এক উজ্জ্বল পুরুষ। তিনি তার কাজে প্রকৃতি ও পরিবেশের অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছেন। তিনি চলে গিয়েছেন আমাদের একা করে। তাকে যেখানেই দাফন করা হোক না কেন তিনি থাকবেন আমাদের হৃদয়ে। শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প স্তবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে মিরপুর বুদ্ধিজীবী করস্থানে দাফন করা হয়।