যুক্তরাজ্যে ‘পরিবর্তনের পক্ষে’ ভোট দিচ্ছেন ভোটাররা

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে রাত ১০টা পর্যন্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এদিন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট দেবেন যুক্তরাজ্যের পাঁচ কোটি নাগরিক।
বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে, ১৪ বছরের রাজত্ব হারাতে পারে কনজারভেটিভ পার্টি। কারণ এবার লেবার পার্টিকে ক্ষমতায় দেখতে চান অনেক ব্রিটিশ নাগরিক। দেশটিতে এবারের নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভুত ৩৪ জন। বাইডেন সরে দাঁড়ালে কে হবেন ডেমোক্র্যাটদের প্রার্থী?
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টির মধ্যে। বিভিন্ন জরিপ অনুযায়ী, লেবার পার্টি ৪৮৪টি আসনে জয় পেতে যাচ্ছে। যা দলটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমলে ৪১৮টি আসনে জয়ের থেকেও বেশি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি মাত্র ৬৪ আসনে জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে মোট ৬৫০ আসনের ৫০ শতাংশ পেতে হবে।
বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন ৪৪ বছর বয়সী ঋষি সুনাক। আধুনিক ব্রিটেনের কমবয়সী প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত সুনাক। অন্যদিকে তাঁর বিপরীতে ক্ষমতার লড়াইয়ে রয়েছেন লেবার পার্টির ৬১ বছর বয়সী স্যার কিয়ের স্টারমার।