
আগামী ৩০ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে ওয়ার্ড যুবলীগের প্রতিটি নেতাকর্মী ভ্যানগাডের দায়িত্ব পালন করবে। ভোট কেন্দ্রে ও আশে পাশে কোনরকম বিশৃঙ্খলা ও নাশকতা এবং অরাজকতা সৃষ্টিকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য যুবলীগের প্রতিটি নেতাকর্মী সতর্ক অবস্থানে থাকবে। এই নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কা প্রার্থী ডাঃ মোঃ আফছারুল আমীনকে আবারও বিজয়ী করার জন্য যুবলীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ১৩নং পাহাড়তলী ওয়ার্ড
আওয়ামী যুবলীগ ‘গ’ ইউনিটয়ের উদ্যোগে অদ্য সকাল ৯ টায় ডাঃ মোঃ আফছারুল আমীন এমপির পক্ষে ওয়ার্ড যুবলীগের আনন্দ ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ আকবর আলী ও অহিদুল ইসলাম রুবেল’র নেতৃত্বে ঝাউতলা রেলগেট হতে মিছিলটি শুরু হয়ে ঝাউতলা বাজার, এস.বি নগর, আমবাগান, সেগুন বাগান, ওয়ালের্স মোড়, পশ্চিম খুলশী জালালাবাদ হয়ে পুনরায় ঝাউতলা রেলগেটে এসে সমাপ্ত হয়। নৌকা মার্কার এ আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান মজুমদার, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মিজান উদ্দিন, মোঃ বেলাল হোসেন, মোঃ রাকিব উদ্দিন আজাদ, মোঃ মাহবুব হোসেন, মোঃ শুক্কুর, মোঃ আলী, মোঃ মানিক, মোঃ রকি, মোঃ তুষার প্রমুখ।