
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোঃ আসকর আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আজ শনিবার (৫ জানুয়ারি) সরাইল থানায় তার স্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এ মামলায়
আসামী করা হয়েছে আসকর আলীর স্ত্রী মোছাঃ নেহেরা বেগম, মেয়ের জামাতা মোঃ কাবির মিয়া ও শ্যালক মোঃ হাসেন মৃধাকে। মামলায় অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করা হয়েছে।
আহত আসকর আলী সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। মামলার বাদী হয়েছেন আসকর আলী নিজেই।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত
বৃহস্পতিবার সন্ধ্যা সাত’টার দিকে উপজেলার কালীকচ্ছ সূত্রধরপাড়া গ্রামের বাসিন্দা আসকর আলীর ঘরে জোরপূর্বক ঢুকে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে স্ত্রী নেহেরা, শ্যালক হাসেন মৃধা ও জামাতা কাবির মিয়া সহ দু’তিনজন। তারা প্রথমে আসকর আলীকে তার
সম্পত্তি লিখে দিতে চাপ সৃষ্টি করে। পরে দেশীয় অস্ত্রের
মুখে জোরপূর্বক চাবি নিয়ে আলমারি খুলে নগদ সাড়ে তিন লাখ টাকা, জায়গা-জমির দলিলপত্র সহ মূল্যবান কাপড়-চোপড় নিয়ে যায়। এসময় বাধা দিলে তারা আসকর আলীকে
এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে সুর-চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে আসকর আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।