
মোঃ তাজুল ইসলাম মিয়াজী: ওমান প্রতিনিধি
কাজের টাকা চাইতে গিয়ে ওমান বেলেছি হাতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে,
জানা যায় গত ২ জানুয়ারি ভারতীয় নাগরিক হোসেন তার ৭ মাসের কাজের টাকা চাইতে গেলে এই ঘটনা ঘটে,
হোসেন কাজের টাকা চাইলে ওমান বেলেছি কাছে, বেলেছি হোসেনকে আরো ১ মাস পরে দিবে বলে, এবং ১ মাস পরে আসতে বলে, হোসেন তা না মেনে তার টাকা জরুরি ভাবে লাগবে বলে, তাকে অনুরোধ করে, না হয় সে পুলিশের
কাছে যাবে বলে বেলেছি কে, এক পর্যায় দুই জনের মাঝে কথা কাটা কাঠি ও হাতা হাতি হয়,
এতে বেলেছি খুব্দ হয়ে তাকে পাশে থাকা রট দিয়ে মাথায় আঘাত করলে হোসেন মাঠিতে পড়ে যায়, পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
আজ পর্যন্ত কোন বিচার না হয়া কোম্পানিতে কাজ করা বাংলাদেশী, ভারতীয়, ও পাকিস্তানি সহ শ্রমিকরা মানববন্ধন করে তার পাওনা টাকা আদায় ও খুনির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে মানব বন্ধন করে।