রোজিনা জান্নাত, সরাইল প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, সরাইল উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক মোঃ হাদিস মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ
শফিকুর রহমান, সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন প্রমূহ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, উপজেলা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃ আমান উল্লাহ