
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে তিন জনের নাম পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। শুধুমাত্র মির্জাপুর উপজেলায় একক নাম ও বাকী ১১টি উপজেলায় তিনজন করে নাম পাঠানো হয়েছে।জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভা করে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে এসব নাম চূড়ান্ত করেন।
ঘাটাইল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী চুরান্ত করার জন্য তিন জনের নাম সুপারিশ করা হয়েছে।তারা হলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,সাবেক ছাত্র নেতা মাসুদুর রহমান কর্নেল ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
মনোনয়ন প্রার্থীদের নাম পাঠানো প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) জানান, উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।