
মোঃ তাজুল ইসলাম মিয়াজী: ওমান প্রতিনিধি
ওমানে প্রেমিকার অপ্রতিকার ছবি ফেসবুকে প্রকাশ করবে বলে কুমিল্লারর হাশেম নামে বাংলাদেশী কে আটক করেছে ওমান রয়েল পুলিশ।জানা যায় দীর্ঘ ১৫ বছর যাবত ওমানে বসবাস করছে হাশেম, সে ওমানে একটি কোম্পানিতে চাকরী করে, এমন কি হাশেম ৭ টি দেশের ভাষা পারদর্শী,
তাই ৪-৫ মাস আগে ভারতীয় সায়রা নামে এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে হাশেমের বেশ কিছুদিন চলার পর। ঐ মেয়েকে তার অপ্রতিকর ছবি দিতে বলে, মেয়ে রাজি না থাকা শর্ত ও তার ভালোবাসা টানে তাকে ছবি দেই।
এমন কি তাদের চলা ফেরা ছিলো স্বামী স্ত্রী মত, মেয়েটি ওমানে একটি কোম্পানি সুভার ভাইজার হিসেবে কাজ করে, এভাবে কিছুদিন যাওয়া পর, হাশেম তার প্রমিকা সায়রা কে শারীরিক সম্পর্ক পস্তাব দেই, সায়রা অসামাজিক কাজে রাজী না হলে, তাকে বিভিন্ন হুমকি দেয় হাশেম, এমন কি তাকে কিছু টাকা দিতে বলে, না হলে তার ছবি ফেসবুকে ছেড়ে দিবে বলে, সায়রা নিজের সম্মানের কথা ভেবে কিছু টাকা দেই হাশেম কে, তার পরেও হাশেম তাকে অসামাজিক কাজের জন্য চাপ দেই।সায়রা মানুষিক চাপ সইতে না পেরে, বিষয়টা তার সহ কর্মী আয়েশা কে বলে, আয়েশা হাশেম কে
বুঝানুর চেষ্টা করে এবং সায়রা কে বিয়ের প্রস্তাব দেই, হাশেম আয়েশা কে বলে সায়রা ভারতীয় নাগরিক, আমি বাংলাদেশী, হাশেম বিয়ে করবেনা বলে।
এভাবে কিছুদিন যাওয়ার পর, হাশেম আবারো সায়রা কে, অসামাজিক প্রস্তাব দেই, এবং তার গ্নয় ছবি ফেসবুকে দিবে বলে, এক পর্যায় সায়রা রাজি হয়, এতে ও হাশেম সান্ত হয় নাই, সায়রা কে বার বার কুপ্রস্তব দেই, বিষয়টা আবারো আয়েশা কে জানায় সায়রা, পরে আয়েশা সহযোগিতা সায়রা ওমান রয়েল পুলিশ কে বিষয়টা জানান, পরে পুলিশ তাকে আটক করে,
জানা যায় আটক হাশেমের বাড়ী কুমিল্লা গৌরীপুর, বর্তমানে হাশেম জেল হাজতে আছেন।