
রোজিনা জান্নাত, সরাইল প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুরে সড়কের পাশের পানি নিষ্কাশনের নালা ভরাটের পর দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অপরাধে তিন দখলদারকে উচ্ছেদ সহ অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত ব্যক্তিরা হলেন, শাহজাদাপুর গ্রামের মোঃ জয়নাল মিয়া, সাইদুল ইসলাম ও ছাদেক মিয়া। বুধবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখলদারদের উচ্ছেদ সহ তাদের অর্থদন্ড দেন। এসময় সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এই উচ্ছেদ
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। স্থানীয়রা জানান, শাহজাদাপুর চকবাজার এলাকায় হাজী দৌলত খান মার্কেটের পাশে সড়কের সরকারি নালা ভরাট করে দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তারা।এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা সাংবাদিকদের জানান, তারা সরকারি জায়গা ভরাটের পর সেখানে দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়।
সেখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারদের অর্থদন্ড দেয়া হয়। এ ধরণের অবৈধ দখল যেন পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে সবাইকে সতর্কও করা হয়।