
মোঃ তাজুল ইসলাম মিয়াজী : ওমান
ওমানে গত ১ মাসে ১৮৪ টি দোকান বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, তারা বিগত ৮-৯ মাস ব্যবসা ভালো না হয়ার কারনে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।ব্যবসায়ীরা আরো জানান, বাংলাদেশী, ভারতীয়, ওমানীরা বাকীতে খাওয়া খেয়ে টাকা না দেওয়া, পরিমাণ মত সেল না হয়াই, দোকানের এস্টাফদের বেতন দিয়ে, দোকান ভাড়া, পানির, বিদ্যুৎ বিল, দিয়ে তাদের কিছু থাকেনা, সঠিক ভাবে এস্টাফদের বেতন পরিশোধ দিতে না পাড়া, এবং ৮/৯ মাস লচ হওয়া তারা দোকান বন্ধ করতে বাধ্য হয়।
এই পরিস্থিতি সমর্পকে যানতে চাইলে, ব্যবসায়ীরা জানান, বর্তমানে ওমানে ওমানীদের লোন বন্ধ থাকায়, ঠিক মতে বেতন না পাওয়া, ওমানিরা তেমন খরছ করেনা, এবং বাকিতে খরচ করলেও সময় মত টাকা পরিশোধ করেনা, তাই তারা দোকান বন্ধ করে বলে জানান। এতে ব্যবসায়ীরা অনেক বড় দরণের ক্ষতি সমমুখে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।