মাহমুদুল হাসান:
স্যাটেলাইটে আনুষ্ঠানিক পরীক্ষামূলক ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত্র ২ঃ৪৫ মিনিটে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম ২৪ ঘণ্টার লাইফস্টাইল চ্যানেল, উৎসব টেলিভিশন।একদল অসীম সাহসী তরুণ আর সাথে প্রাজ্ঞজনদের নিয়ে তৈরী এক আনন্দদল কাজ করছে স্যাটেলাইট চ্যানেলে উৎসব টেলিভিশন।
উৎসব টেলিভিশনে থাকছে বিনোদন, সংবাদ, নিরেট আনন্দ যাপন আর জীবন যাপনের নানান গল্প।সব মিলিয়ে শুরু হলো এক স্বপ্ন যাত্রার।উৎসব চ্যানেলের এমও, নাহিদ রেজা জানান,আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উৎসব টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হবে।এই যাত্রা পথে যোগ হবে বাংলাদেশের বিনোদন জগতের অসংখ্য সৃষ্টিশীল কাজ আর কর্মী। তিনি সবাইকে উৎসবের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।