
ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান চন্দনাইশ পশ্চিম এলাবাদ আহমদিয়া সুন্নীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, গাউছিয়া কমিটি চন্দনাইশ উপজেলার সাবেক সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রবীন আলেমেদ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল মালেক নুরী (৭১) গত ১২ মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় নিজ ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৫ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য শিক্ষার্থী রেখে যান। মরহুমের নামাযে জানাযা ঐদিন রাত বাদেএশা পশ্চিম এলাহাবাদ
আহমদিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল মালেক নুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেন পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা গভর্নিংবডির সহ-সভাপতি ও সাঙ্গু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ. তাহের, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দীন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, আহলে সুন্নাত ওয়াল জমাআত, সমন্বয় কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আল্লামা মুফতি হারুন উর রশিদ, সদস্য সচিব কাজী সোলায়মান
চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোহাম্মদ ফখরুদ-দ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আহলে সুন্নাত ওয়াল জমাআত চন্দনাইশ উপজেলা সভাপতি পীরজাদা মোঃ মোবারক আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়েজুল্লাহ খতিবী, আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর বঈদী, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল গফুর খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্রসেনা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ গভীর শোক
প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দরা সত্যিকারের একজন আশেকে রাসূল প্রেমিক আলেমেদ্বীনকে হারাল, যাহা কখনো পূরণ হবার নয়। তিনি একজন সফল শিক্ষক হিসেবে বহু আলেমেদ্বীন তৈরি করে সুন্নিয়তের খেদমত করেছে।