
গত ১৪ মার্চ ২০১৯ইং তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরী পেডেল চালিত রিক্সা মালিক ঐক্য পরিষদের উদ্যোগে ব্যাটারী চালিত রিক্সা বন্ধ করার প্রতিবাদে সংগঠনের সভাপতি এম.এ কাদেরের সভাপতিত্বে রৌফাবাদস্থ খোরশেদ কোম্পানীর রিক্সা গ্যারেজে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ফরিদ আলম মাস্টার, মোঃ রফিক কোম্পানী, এম ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আসিফ মাহমুদ আক্তার, খোরশেদ কোম্পানী, মালেক
কোং, মোঃ জসিম কোং, মাহবুব কোং, মোঃ সোহেল কোং, এমরান কোং, মোঃ আলী হোসেন কোং, হাজী মোঃ ছালাম কোং, মোঃ মুজিবুর কোং, আজিজ কোং, ইকবাল কোং, হুমায়ন কোং, লেয়াকত আলী কোং, মানিক কোং, বাচ্চু কোং প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, সর্বোচ্চ আদালতের রায় অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিক্সাগুলি টোকেন বাণিজ্যের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রশাসনের নাকের ডগায় অবাধে চলাচল করিতেছে। প্রশাসন এই ব্যাপারে নিরব ভূমিকা পালন করিতেছে। ব্যাটারী চালিত অবৈধ রিক্সাগুলি উচ্ছেদের ব্যাপারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে
স্মারক লিপি ও প্রিন্ট মিডিয়ায় লেখা লিখি সহ সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন করা সত্বেও এখন পর্যন্ত ব্যাটারী চালিত রিক্সাগুলি সিটি কর্পোরেশন এলাকায় হইতে সম্পূর্ণ ভাবে উচ্ছেদের কোন কার্যক্রম পরিচালিত হচ্ছেনা। প্রশাসন কর্তৃক মাঝে মাঝে উচ্ছেদ কার্যক্রম চালু করিলেও পুনরায় রিক্সাগুলি আবার চলাচল করে এবং তার সাথে অবৈধ টমটম, ইজি বাইক, সিএনজি চালিত গ্রাম ট্রেক্সিগুলো অবৈধভাবে চলাচল করিতেছে। যার কারণে পেডেল চালিত রিক্সা মালিকদের ব্যবসা ধ্বংশের দারপ্রান্তে। সভাপতি তার বক্তব্যে হুশিয়ার উচ্চারণ করে বলেন, রাজপথে আন্দোলন, সংগ্রাম,
ধর্মঘট ও হরতালের মত কর্মসূচি ঘোষণার মাধ্যমে অবৈধ ব্যাটারী চালিত রিক্সাগুলি উচ্ছেদের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করিতে হইবে এবং ব্যাটারী চালিত অবৈধ রিক্সাগুলি উচ্ছেদের জন্য মহামান্য হাইকোর্টের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি গ্রহনের কথা বলেন।